মাহফুজুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘শুভ শুভ শুভদিন, নবম ব্যাচর জন্মদিন’; ‘জেগে ওঠো নবম ব্যাচ, বর্ষপূর্তির উল্লাসে’-স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য ও চোখ ধাঁধানো আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচ প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় তারা এ উদযাপনের আয়োজন করে। তাদের এ বর্ষপূর্তি অনুষ্ঠান পায়রা উড়িয়ে ও কেক কেঁটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কুন্ডু গোপীদাস, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক ও সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুপম দেবনাথ ও নবম ব্যাচের ১৫টি বিভাগের প্রায় সকল শিক্ষার্থী সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন।
এসময় উপাচার্য বলেন, ‘নবম ব্যাচের সবাইকে আমি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই। ২০১৫ সালে তোমরা ক্লাস শুরু করেছো। আশা করছি কোন সেশনজট ছাড়াই, নির্ধারিত সময়েই তোমরা ¯œাতক ও ¯œাতকোত্তর শ্রেণি থেকে বের হতে পারবে।’
অনুষ্ঠানে যোগ দিতে আসা নবম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার ও মেহেদুল ইসলাম বলেন, ‘দেখতে দেখতেই ক্যাম্পাস জীবনের একটি বছর কেটে গেল। আগামীকাল আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকা স্বত্তেও আমরা অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। প্রথমের সেই অচেনা ক্যাম্পাসটাই এখন আমাদের সবচাইতে প্রিয় স্থান। বাকি দিনগুলো আমাদের আরও ভালো কাটবে এই আশায় থাকবে।’
একই ব্যাচের মার্কেটিং বিভাগের রিয়াদ মোর্শেদও তাদের সাথে সুর মিলিয়ে বলেন,‘ছোট্ট এই চিরসবুজ ক্যাম্পাসে মনে হচ্ছে খুব অল্পদিনেই আমাদের এক বছর পার হয়ে গেল। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক অসম্পূর্ণতা থাকা স্বত্তেও আমরা নিজেদেরকে মানিয়ে নিয়েছি এর সাথে। আশা করি বাকি দিনগুলো আরও ভাল কাটবে।
এর আগে গত রাত ১২: ০১ মিনিটে ক্যাম্পাসে ফানুস ও আতশবাজি ফুটিয়ে নবম ব্যাচের জন্মদিনের আনন্দে মেতে উঠেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনেই (১৫ মার্চ) প্রথম একাডেমিক ক্লাস শুরু হয়েছিল নবম ব্যাচের সবগুলো বিভাগের শিক্ষার্থীদের। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লাল পাহাড়-আবৃত এই চিরসবুজ ক্যাম্পাস।
১৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস