রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০১:৪৮:২৭

তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় সড়ক অবরোধ, তীব্র যানজট

তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় সড়ক অবরোধ, তীব্র যানজট

কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। মানববন্ধন কর্মসূচিও পালন করেছে কয়েকটি সংগঠন।
 
এর আগে সকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড়ে জড়ো হন বিক্ষোভকারীরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি-নন্দনপুর এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে যাচ্ছে। এতে মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয় পাশে শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ঘটনাস্থলে ছুটে এসেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পালসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।
 
ওসি প্রশান্ত পাল জানান, কলেজ ছাত্রী তনু হত্যা মামলা পুলিশ অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে, তাই অবেরোধ তুলে নিতে প্রতিবাদীদের সাথে আলাপ-আলোচনা চলছে, হয়তো কিছুক্ষণ পরই তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিবে।
 
দুপুর সোয়া ১২টার দিকে অবরোধস্থলে আসেন কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন। এ সময় তিনি তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দেন এবং অবরোধ তুলে নেয়ার আহবান জানান। পরে এমপি বাহাউদ্দিন নিহত তনুর সেনানিবাসের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে অবরোধস্থল ত্যাগ করেন। দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।

এদিকে প্রতিবাদী ছাত্র ও বিভিন্ন সংগঠনসহ গণজাগরণ মঞ্চের স্থানীয় নেতা-কর্মীরা গণজাগরণ মঞ্চের রোর্ড মার্চ পৌঁছানোর জন্য অপেক্ষা করছে।
 
জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের রোডমার্চ কুমিল্লায় আসার পথে মহাসড়কের চট্টগ্রাম রোড, কাঁচপুর ব্রিজ এলাকা, কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, চান্দিনা, নিমসার বাজার ও ময়নামতি এলাকায় পথসভা করবে। পরে নগরীর অদূরে মহাসড়কের আলেখারচর এলাকায় স্থানীয় নেতা-কর্মীদের প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ও রোডমার্চে অংশগ্রহণকারীগণ।
 
বিকালে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদী জনতার লংমার্চে বিক্ষোভকারীরা যোগ দেবেন।
২৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে