রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৫:৩৫:০২

রাস্তায় থেমে থেমে তনু হত্যার বিচার চেয়ে যা বললেন গণজাগরণের লাকি আক্তার

রাস্তায় থেমে থেমে তনু হত্যার বিচার চেয়ে যা বললেন গণজাগরণের লাকি আক্তার

কুমিল্লা : তনু হত্যার প্রতিবাদ, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের রোডমার্চ ঢাকা থেকে কুমিল্লা ময়নামতি বাসস্ট্যান্ডের নিশ্চিন্তপুর হাজী ম্যানশন প্রাঙ্গণে পথসভা করেছে।  এসময় বক্তব্য রাখেন ডা. ইমরান এইচ সরকার ও লাকি আক্তার।  পথসভা শেষে বাসে চড়েই সবাই রওনা দেয় কান্দিরপাড়ের উদ্দেশ্যে ।

পথসভা স্থানের বিপরীত পাশে কুমিল্লা সেনানিবাস।  রোববার দুপুর তিনটা দশ মিনিটে রোডমার্চের ৫টি বাস ময়নামতি বাসস্ট্যান্ডে সেনাকল্যাণ মার্কেট প্রাঙ্গণে দাঁড়ায়।  এসময় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার গণজাগরণ মঞ্চের কর্মীদের অনুরোধ করেন, সেনানিবাসের প্রধান ফটক বরাবর যাতে কোনো সভা না করা হয়।

রোডমার্চ এখানে আসা মাত্রই কুমিল্লার স্থানীয় জনতা এতে যোগ দেয়। রোডমার্চে অংশগ্রহণকারীদের সঙ্গে গ্লোগান দেন, তনু হত্যার বিচার চাই। বিপুল সংখ্যক পুলিশ এসময় ঘিরে রাখেন সবাইকে।

রোডমার্চের সমাবেশে সবাইকে যোগ দিয়ে তনু হত্যার বিচার দাবি ও নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ডা. ইমরান এইচ সরকার ও লাকি আক্তার।  ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী রোড মার্চের ষষ্ঠ পথসভা এটি।

পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ প্রজন্ম চত্বর থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন ইমরান এইচ সরকার।  প্রথম পথসভা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে, দ্বিতীয় পথসভা কাঁচপুর মোড়ে, তৃতীয় পথসভা দাঊদকান্দির গৌরিপুর বাসস্ট্যান্ডে ও চান্দিনার মাধাইয়া বাজার বাসস্ট্যান্ডে চতুর্থ ও পঞ্চম পথসভা চান্দিনার আরেকটি স্থানে অনুষ্ঠিত হয়।  রাস্তায় থেমে থেমে তনু হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন ডা. ইমরান এইচ সরকার ও লাকি আক্তার।
২৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে