কুমিল্লা : কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর কাপড়ে পাশবিক নির্যাতনের আলামত হাতে পেয়েছে সিআইডি।
ওই আলামতসহ খুন ও পাশবিক নির্যাতনের ফরেনসিক ও ডিএনএ রিপোর্টের যাবতীয় তথ্য সিআইডির হাতে এসে পৌঁছেছে।
সোমবার কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর মালিবাগ প্রধান কার্যালয়ে এসব আলামত পাঠানো হয়।
জেলা পুলিশের বিশেষ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে তনুর ব্যবহৃত পোশাক ও শরীরে পাওয়া অন্যান্য আলামত রাজধানীর সিআইডি কার্য়ালয়ে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, প্রাথমিক রিপোর্টে তনুকে পাশবিক নির্যাতনের আলামত মিলেছে। তনুর পোশাক ও শরীরে পাশবিক নির্যাতনের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।
দ্রুত তদন্তের স্বার্থে শুক্রবার থানা পুলিশ ডিবিতে তনু হত্যা মামলাটি হস্তান্তর করে। পরে তদন্ত সংশ্লিষ্টরা আলামতগুলোর (ফরেনসিক, ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ) পরীক্ষা দ্রুত শেষ করবে।
জেলা পুলিশের ঊর্ধ্বতন সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য তনু হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। তারা তনুর পরিবারের সঙ্গে তথ্য আদান-প্রদানও করেছেন।
সূত্রটি আরো জানায়, তনুর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরসহ চারটি নম্বরের কললিস্ট বের করা হয়েছে। এখন তা যাচাই-বাছাই করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মঞ্জুর আলম গণমাধ্যমকে জানান, তদন্তকাজ দ্রুত গতিতে চলছে।
জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবিদ হোসেন জানান, তদন্ত দ্রুত গতিতে চলছে। আশা করি, খুব শিগগিরই ভালো খবর দিতে পারবো। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।
এদিকে তনু হত্যার বিচারের দাবিতে উত্তাল কুমিল্লা। শহরজুড়ে চলছে বিক্ষোভ। আন্দোলন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। সোমবার সকাল ১০টা থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের (ডিগ্রি শাখা) থিয়েটারকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।
রোববার কলেজের শহীদ মিনারকে তনুমঞ্চ হিসেবে ঘোষণা করেন তারা।
সেখানে সকাল থেকে দুপুর পর্য়ন্ত অবস্থান নিয়ে তনু হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ রোববার কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের পাশের জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম