কুমিল্লা : কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ‘নির্যাতন’ ও নির্মমভাবে হত্যার ঘটনা ‘তদন্তে’ কুমিল্লায় পৌঁছেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে তারা কুমিল্লায় গেছেন। সেখানে পৌঁছে পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছে সিআইডি দল।
অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া জানান, তনু হত্যাকাণ্ড তদন্তে ঢাকা থেকে সিআইডির দুটি দল আসার কথা। তাদের মধ্যে একটা দল এসেছে। পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর তারা সেনানিবাসের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলা তদন্তের দায়িত্বে থাকা কুমিল্লা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনজুর আলমের আবেদনের প্রেক্ষিতে সোমবার আদালত ওই নির্দেশ দেওয়ার পর লাশ উত্তোলনের পুরো প্রক্রিয়া তদারকির জন্য সদরের ইউএনও বেগম লুৎফুন্নাহার ও মুরাদনগরের এসিল্যান্ড আলী আজগরকে দায়িত্ব দেন জেলা প্রশাসক।
লাশ উত্তোলনের বিষয়ে জানতে চাইলে সকালে আজগর বলেন, আমরা অপেক্ষায় আছি। ডিবি পুলিশ বললে আমরা ঘটনাস্থলে যাব।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে খুন হন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। তখন ময়নাতদন্তের পর তনুকে তার মুরাদনগর উপজেলার মির্জাপুরে দাফন করা হয়। এই হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেও খুনি শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় গত শুক্রবার তদন্তের দায়িত্ব দেওয়া হয ডিবিকে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস