কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে ষোষণা দিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানিয়েছেন, আইনজীবী সমিতির এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে এরই মধ্যে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করা হয়েছে। এদিকে তনু হত্যার বিচার দাবিতে ৩ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
এদিকে সোহাগী জাহান তনুর লাশের ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ প্রহরায় তনুর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে আগের কবরেই তনুর লাশ দাফন করা হবে বলে জানা গেছে।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, কবর থেকে তনুর লাশ তুলে কুমিল্লা মেডিকেলল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অধিকতর আলামত সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহার নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল টিম তনুর লাশের আলামত সংগ্রহ করেন।
পুলিশ সুপার জানান, এরপর তনুর লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ দাফনের ১০ দিন পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কবর থেকে তোলা হয়। ২৮ মার্চ মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও পুনরায় ময়নাতদন্ত করতে কবর থেকে লাশ তুলতে আদেশ দেন কুমিল্লার একটি আদালত।
গত ২০ মার্চ রোববার রাতে তনুকে সেনানিবাস এলাকায় হত্যা করে হায়েনারূপী দুর্বৃত্তরা। ওইদিন রাতে সেনানিবাস এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। ২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম