কুমিল্লা : কুমিল্লা সেনানিবাসের কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
হত্যাকাণ্ডের ১০ দিন পর বৃহস্পতিবার সেনানিবাসের যে স্থানে তাকে পাওয়া গিয়েছিল, সেই এলাকা দেখে এসে কুমিল্লা সার্কিট হাউসে কথা বলেন তিনি। এসময় মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, তনুর নিথর দেহটা যেখানে পড়ে ছিল, তা জঙ্গলের মধ্যে হলেও জায়গাটা পরিষ্কার।
তিনি বলেন, মনে হয়, সেখানে যেন সদ্য কাউকে কবরে শায়িত করা হয়েছে। এটা প্রশ্নের উদ্রেক করে।
কলেজছাত্রী তনু হত্যার ছায়া তদন্তে র্যাব ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ছয় ফুট এলাকার মাটি-ঘাস তুলে এনেছে বলে সম্প্রতি কালের কণ্ঠ সংবাদ প্রকাশ করে। ঘটনার তদন্তকারী ডিবিকে না জানিয়েই এই কাজ করা হয় বলে সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়।
র্যাব ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহের কথা স্বীকার করলেও দাবি করেছে, তনুকে পাওয়ার স্থানের ‘কিছুটা দূর’ থেকে ‘সামান্য’ মাটি, ঘাস ও পাতা নমুনা হিসেবে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।
মিজানুর বলেন, সেখান থেকে যদি মাটি তুলে নিয়ে যাওয়া হয়, অথবা ভরাট করা হয়, তবে তা কিন্তু সাক্ষ্য বিনষ্ট করবে এবং তদন্ত প্রক্রিয়াকে জটিল করবে।
তনু হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে প্রথমে ছিল কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশ। সাত দিনেও তারা কোনো অগ্রগতি দেখাতে না পারার পর তদন্তভার যায় ডিবির কাছে। খুনের আগে তনুকে ধর্ষণ করা হয় বলে ডিবি কর্মকর্তারা প্রাথমিকভাবে মনে করছিলেন।
ডিবির আবেদনে তনুর লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশ আসে। বুধবার লাশ কবর থেকে তোলার আগের দিন তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়ার কথা জানায় পুলিশ সদর দপ্তর।
ক্যান্টনবোর্ডের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে তনু হত্যাকাণ্ডের তদন্তে সেনা কর্তৃপক্ষ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
গত ২০ মার্চ হত্যাকাণ্ডের পর ১০ দিন পেরিয়ে গেলেও তনুর কোনো খুনি শনাক্ত কিংবা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও বিক্ষোভ চলছে দেশজুড়ে। তার মধ্যেই বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে তনুর হত্যাকাণ্ডস্থল পরিদর্শনে যান মিজানুরের নেতৃত্বে মানবাধিকার কমিশনের পাঁচ সদস্য।
তারা সেনানিবাসের ভেতরে স্টাফ কোয়ার্টারে তনুর পরিবারের সঙ্গেও কথা বলেন। ওই কোয়ার্টার থেকে ৩০০ গজ দূরে আরেকটি কোয়ার্টারে টিউশিনী করিয়ে রাতে ফেরার পথে খুন হন ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রী।
০১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস