শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৫:৪৮:১৯

যেখানে পড়েছিল তনু, সেই জায়গা পরিদর্শনে সিআইডি

যেখানে পড়েছিল তনু, সেই জায়গা পরিদর্শনে সিআইডি

কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির তদন্ত দল।  যেখানে পড়েছিল তনুর মৃতদেহ সেখানে পরিদর্শন করছে সিআইডি।


১ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মো. ইব্রাহিমের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা ময়নামতি সেনানিবাস এলাকায় যেখানে তনুর লাশ পাওয়া যায় সেখানে পরিদর্শন করেন।

সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, সেনানিবাসের ভেতরে ঘটনাস্থলে তারা রয়েছেন।  তনুর লাশ কীভাবে পাওয়া গেল, কী অবস্থায় পাওয়া গেল এসব খতিয়ে দেখা হচ্ছে।  সোমবার মামলা তদন্তে সিআইডির আরেকটি দল আসবে।

তিনি বলেন, মামলার যাবতীয় নথি পেয়েছি মাত্র।  মামলার রহস্য উদ্ঘাটনে অনেক দূর যেতে হবে।  মামলার অগ্রগতির বিষয়ে মন্তব্য করার মতো উপাদান আমাদের হাতে আপাতত নেই।

উল্লেখ্য, গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে একটি জঙ্গল থেকে তনুর লাশ উদ্ধার করা হয়।  এ ঘটনা তদন্তে র‌্যাব, পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নামে।  ৩১ মার্চ সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে