কুমিল্লা থেকে : চাঞ্চল্যকর তনু হত্যা মামলার তদন্ত পুরোদমে তৎপরতা শুরু করেছে সিআইডির তদন্ত দল। এর আগে পুলিশ ও ডিবির যে কর্মকর্তারা মামলাটির তদন্ত করেছিলেন তাদের কাছ থেকে প্রাথমিক তদন্তের তথ্য নিয়েছে সিআইডি। শনিবার সিআইডির তদন্ত দল তনুর বাবা-মাসহ পরিবারের সদস্যদের বক্তব্যও গ্রহন করেছে।
তদন্ত সূত্র জানিয়েছে, প্রথমে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে কাজ করছে সিআইডি। প্রশ্ন দুটি হচ্ছে তনুকে কোথায় হত্যা করা হয়েছে এবং কিভাবে হত্যা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা সিআইডি পুলিশের পরিদর্শক গাজী মো: ইব্রাহিম সাংবদিকদের বলেছেন, এ দুটি প্রশ্নের সঠিক উত্তর মিলে গেলে খুনীর পরিচয় নিশ্চিত করার কাজটিও সহজ হবে। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে অনেক তথ্য এসেছে সিআইডির কাছে। সেগুলো যাচাই-বাছাই ও বিশ্লেষণ করা হচ্ছে। কোন তথ্য সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে কোন পদক্ষেপ নেবে না সিআইডি।
তনুর পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহন সম্পর্কে জানতে চাইলে কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান বলেন, তনু কে প্রকৃতপক্ষে কোথায় হত্যা করা হয়েছে তা নির্ধারন করা খুবই জরুরি। এ প্রশ্নের উত্তর খোঁজার একটি অংশ হিসেবেই তনুর পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহন করা হয়েছে। আমরা অনেক তথ্য পেয়েছি। তথ্য গুলো সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সোহাগী জাহান তনু গত ২০ মার্চ খুন হওয়ার পর থেকে প্রতিবাদের ঝড় বইছে সারাদেশে। আদালতের নির্দেশে লাশ পুনরায় তুলে ময়নাতদন্ত হয়েছে। -সমকাল
৩ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস