সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৯:০১:০৫

কুবির পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

কুবির পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

মাহফুজ কিশোর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিলা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সংগঠন ‘পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন’র (পিএএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ৩৮৭ জন ভোটারের মধ্যে ৩০৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অত্যন্ত প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী অনিক মজুমদার শিমুল ৩৪ ভোটে ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমানকে পরাজিত করে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭ম ব্যাচের শিক্ষার্থী জসিম উদ্দিন ১৮১ ভোট পেয়ে জয়লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফয়জুল ইসলাম ফিরোজ পান ১২০ ভোট।  সাংগঠনিক সম্পাদক পদে মো: মহিউদ্দিন নাবিল ২৫১ ভোট পেয়ে জয়লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: শামীম আহমেদ পান ৪৩ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. সাদ্দাম হোসেন ১৯৪ ভোট পেয়ে জয়লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্ধী খায়রুল হাসান পান ৯৩ ভোট।  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: আবু হানিফ ১৭৯ ভোট পেয়ে জয়লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: এরশাদ আলী পান ১১৯ ভোট।  কার্যনির্বাহী সদস্যদের  ৩টি পদে নির্বাচিত  হয়েছেন ৯ম ব্যাচের মো: রাকিব হোসেন, মো: মোবারক হোসেন মাহি ও ৮ম ব্যাচের ছাত্র আমান উল্লাহ।
ছাত্রীদের জন্য সংরক্ষিত ৩টি পদে নির্বাচিত হয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৮ম ব্যাচের শারমিন সুলতানা শাওন, কার্যনির্বাহী সদস্য পদে ৮ম ব্যাচের জান্নাতুল ফেরদাউস এবং ৯ম ব্যাচের সাম্মি আক্তার বিথী।
উল্লেখ্য, পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি এবং সহ-সভাপতি শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত হন। এবং বাকি ১১টি পদে শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত করা হয়। এর আগেই সভাপতি পদে বিভাগের সহকারী অধ্যাপক মো: জিয়াউদ্দিন, সহ-সভাপতি পদে বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস নির্বাচিত হন।
নির্বাচনে বিভাগীয় প্রধান অধ্যাপক মাসুদা কামাল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্যরা হলেন বিভাগের সহকারী অধ্যাপক মো: রুহুল আমীন, সহকারী অধ্যাপক আফরোজা হক ও বিভাগের প্রভাষক মো: নাহিদুল ইসলাম।
৪ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে