কুমিল্লা : এবার কুমিল্লা কৃষি ব্যাংক শাখায় ১ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের অভিযোগে ওই শাখার এক পরিদর্শককে গ্রেফতার করেছে কুমিল্লা দুর্নীতি দমন কমিশন।
বুধবার দুপুরে নগরীর উজির দিঘির পাড়ের বাসা থেকে পরিদর্শক আবু সালেহ মাহমুদকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা সদর উপজেলার গাজীপুর গ্রামের আবদুর রশিদ মাহমুদের ছেলে।
দুদক কুমিল্লার সাবেক উপ-পরিচালক সহিদ উল্লাহ ২০১৫ সালের ২ জুলাই আবু সালেহ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, আবু সালেহ মাহমুদ কুমিল্লা কৃষি ব্যাংক শাখায় ২০০৯ সালের ২৬ অক্টোবর থেকে ২০১৩ সালের ৭ মার্চ পর্যন্ত কর্মরত থাকাকালীন বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে ১ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৯৫৬ টাকা আত্মসাৎ করেন। পরে স্বেচ্ছায় অবসরে চলে যান তিনি। বিষয়টি টের পেয়ে দুদক মামলা দায়ের করে।
দুদক কুমিল্লার বর্তমান উপ-পরিচালক আবুল কালাম আজাদ মামলার তদন্ত করেন। আসামি পালিয়ে যাওয়ার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়।
৬ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম