কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার রহস্য উদঘাটনে আশাবাদী সিআউডি। মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান সংস্থাটির ঢাকার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দ বলেছেন, হত্যার ক্লু উদঘাটনে জিজ্ঞাসাবাদ করছি, বিভিন্ন তথ্য যাছাই করছি, সত্য উদঘাটনের চেষ্টা করছি।
তিনি আরো বলেন, রবিবার সিআইডির ডিআইজি মাহবুব মহসিন কুমিল্লায় আসবেন এবং তার দায়িত্ব যা দেখার তা দেখবেন।
শনিবার মধ্যরাতে কুমিল্লা সিআইডি কার্যালয়ে দিনব্যাপী কুমিল্লা সেনানিবাসের ক্যান্টনমেন্টবোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম ও একজন সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আবদুল কাহ্হার আকন্দ বলেন, কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার সংখ্যা হিসাব করে রাখা হয়নি, যখন যাকে যেখানে প্রয়োজন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, তাড়াতাড়ি নয়, তবে আমরা আশা করছি এটা উদঘাটন করতে পারবো।
গত বুধবার থেকে এ পর্যন্ত ঢাকা ও কুমিল্লার সিআইডির সমন্বিত দলটি সেনানিবাস এবং কুমিল্লা সিআইডি কার্যালয়ে এনে তনুর পরিবারসহ বেশ কয়েকজন সামরিক এবং বেসামরিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করে।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস