বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৪:৪৭:৫০

সন্দেহভাজনদের বিষয়ে সিআইডিকে তথ্য দিয়েছেন তনুর বাবা

সন্দেহভাজনদের বিষয়ে সিআইডিকে তথ্য দিয়েছেন তনুর বাবা

কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত সন্দেহভাজনদের বিষয়ে সিআইডিকে তথ্য দিয়েছেন তনুর বাবা ইয়ার হোসেন।  ১৯ এপ্রিল সিআইডিকে তিনি এ তথ্য দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান।

তথ্য দেয়ার পর সিআইডির পক্ষ থেকে তাকে ধৈর্য ধরতে বলা হয়েছে। সিআইডির কর্মকর্তারা তাকে বলেন, এক মাস ধৈর্য ধরেছেন, অন্তত আরো এক মাস ধৈর্য ধরুন।  এর মধ্যে মামলার তদন্তের অগ্রগতি তারা তাকে দিতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন।  তনুর বাবা ইয়ার হোসেন এসব কথা জানান।

গত ২০ মার্চ রোববার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছ থেকে সোহাগী জাহান তনুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।  

খুনিদের শনাক্ত ও গ্রেফতারে বিষয়ে কোনো তথ্য আছে কি না জানতে চাইলে ইয়ার হোসেন বলেন, তাদের কাছে কোনো তথ্য নেই।  তনু হত্যাকাণ্ডে জড়িত কোনো খুনি গ্রেফতার হয়েছে কিনা তাদের জানা নেই।

তিনি বলেন, সিআইডির কর্মকর্তারা তাদের কাছে যেসব তথ্য জানতে চেয়েছেন, তারা সেসব তথ্য সিআইডিকে দিয়েছেন।  সন্দেহভাজনদের বিষয়েও তিনি তথ্য দিয়েছেন বলে জানান।  

ইয়ার হোসেন বলেন, সিআইডির কর্মকর্তারা বলেছেন, দেয়া তথ্য তারা খতিয়ে দেখবেন জানিয়েছেন।  বলেছেন, ধৈর্য ধরুন।  আগামী এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে পারবেন।  

ইয়ার হোসেন বলেন, ধৈর্য ধরা ছাড়া আর কী বা করার আছে? গরিবের বিচার যদি আল্লাহ করেন, সেই অপেক্ষায় আছি।  আল্লাহ দেখেছেন কে মেরেছে তনুকে।  
 
এদিকে বুধবার তনুর চাচা-চাচিসহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি’র কর্মকর্তারা।  এর আগে মঙ্গলবার তনুর বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন তারা।

তদন্তে সহায়তার জন্যই তাদের সঙ্গে কথা বলছেন বলে জানান সিআইডির কর্মকর্তারা।  তবে এখন পর্যন্ত তনু হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি সিআইডি।
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে