মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৩:১৭:০৪

জমছে এবার বাপ-বেটার লড়াই!

 জমছে এবার বাপ-বেটার লড়াই!

কুমিল্লা প্রতিনিধি : চেয়ারম্যান পদে জমছে এবার বাপ-বেটার লড়াই! চতুর্থ দফায় ৭ মে অনুষ্ঠিতব্য কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছেন পিতা ও পুত্র।  এ নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন (আনারস প্রতীক), তার ছেলে স্বতন্ত্র প্রার্থী নেয়াজ শরীফ (টেবিল ফ্যান প্রতীক), আওয়ামী লীগের কাজী জাফর আহম্মদ (নৌকা প্রতীক), বিএনপির আশরাফুল ইসলাম ইমরান (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মীর হোসেন (মোটর সাইকেল প্রতীক) লড়ছেন।

প্রতীক পাওয়ার পর থেকেই বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন।  কিন্তু পুত্র নেয়াজ শরীফকে  গণসংযোগ করতে দেখা গেছে।  

তবে নির্বাচনে পিতা-পুত্র প্রার্থী হওয়ায় নিজেরাই নিজেদের বিরোধিতা করছে বলে ধারণা ভোটারদের।
 
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের দিন কেন্দ্রে এজেন্ট বাড়াতেই বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন তার পুত্র নেয়াজ শরীফকেও প্রার্থী করেন।  কেন্দ্রে নিজের সমর্থক বাড়াতেই এ কৌশল বলে মনে করেন ভোটাররা।

২৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে