কুমিল্লা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করায় এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা হয়েছে কুমিল্লায়।
কুমিল্লার ৮ নম্বর আমলি আদালতে ১ কোটি টাকার মানহানির মামলা করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী।
মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে এ মামলা দায়ের করা হয়।
বিচারক মামলাটি তদন্ত করে আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলার তথ্য কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
রোববার ঢাকায় মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রীর যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় আড়াই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ করেন বেগম জিয়া।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘যদি সত্যি সত্যি দেশের মানুষের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে এই যে ৩০০ মিলিয়ন ডলার, অর্থাৎ আড়াই হাজার কোটি টাকা আপনার ছেলে জয় কোথা থেকে পেল, তাকে ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। ওই অর্থগুলো কি বৈধ?’
বাদীপক্ষের আইনজীবী এসটি আহমেদ ফয়সাল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ ধরনের মন্তব্যে বাদী অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। এতে বাদীর মানহানি হয়েছে। এ কারণে মানহানির মামলা করেছেন তিনি।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম