শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৯:৫৬:০১

ফজরের নামাজ শেষে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ৩

ফজরের নামাজ শেষে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ৩

কুমিল্লা : নামাজ শেষে ফেরার পথে কুমিল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম রকিবুল ইসলাম মুকুল (৪৮)। শুক্রবার ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় গুলিতে সাইফুল, রিফাত, রিপন নামের আরো তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করা হয়েছে।

নিহত মুকুল ওই গ্রামের মৃত একেএম ইউনুছ মিয়ার ছেলে এবং ওই এলাকার প্রিয়া ডেকোরেটরের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে মুকুল বাড়ি যাওয়ার পথে একই গ্রামের গফুর মেম্বারের ছেলে আরিফ ও সেলিমের ছেলে রাসেলসহ ৭-৮ জন তার পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে আরিফ ও তার সঙ্গের লোকজন গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুকুল ঘটনাস্থলেই নিহত হন।

পরে বাড়িতে গিয়ে নিহত মুকুলের বন্ধু আবদুল হাকিমের ছেলে সাইফুল (৫০), তার ভাতিজা রুহুল আমিনে ছেলে রিফাত (২১) ও কর্মচারী রিপনকে (২৩) গুলি করে তারা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ মাহবুব জানান, গুলিতে মুকুল নামের এক ব্যক্তি নিহত ও আরো তিনজন আহত হয়েছে।

তিনি জানান, কী কারণে এ খুনের ঘটনা তা এখনো স্পষ্ট জানা যায়নি।  মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে