শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৫:০৭:৩৯

ওলামাদলের আহ্বায়ককে গুলি করে হত্যা

ওলামাদলের আহ্বায়ককে গুলি করে হত্যা

কুমিল্লা : কুমিল্লায় ওলামাদলের আহ্বায়ককে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ সমর্থকরা।  কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় ইউপি নির্বাচনে পক্ষে কাজ না করায় তাকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনা ঘটে শুক্রবার ভোরে।

কোতয়ালি উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের আহ্বায়ক ছিলেন রকিবুল ইসলাম মুকুল (৫০)। আওয়ামী লীগ সমর্থক গফুর মেম্বারের লোকজনের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে রিফাত, রিপন, সাইফুল ও ইফরান নামে আরো ৪ জন।  

আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মুকুল ওই গ্রামের মৃত একেএম ইউনুছ মিয়ার ছেলে এবং এলাকার প্রিয়া ডেকোরেটরের স্বত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে মুকুল মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে একই গ্রামের গফুর মেম্বারের ছেলে আরিফের নেতৃত্বে ৭/৮ জন তার পথরোধ করে।  

তারা জানান, একপর্যায়ে আরিফ ও তার সঙ্গীয় লোকজন গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুকুল ঘটনাস্থলেই নিহত হন।  এ সময় গুলিতে আহত হয় একই গ্রামের রিফাত, রিপন, সাইফুল ও ইফরান নামের আরো ৪ জন।  

আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তারা।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আরিফের লোকজনের সঙ্গে নিহত মুকুলের লোকজনের পুনরায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কোতয়ালি উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল হক সামু গণমাধ্যমকে বলেন, মুকুল ওলামা দলের উপজেলা আহ্ববায়ক ছিলেন।  নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক গফুর মেম্বারের পক্ষে কাজ না করায় তাকে গুলি করে হত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

ঘটনাস্থল থেকে সেল ফোনে কোতয়ালি মডেল থানার এসআই মজনু জানান, গুলিতে মুকুল নামের এক ব্যক্তি নিহত হয়েছে।  আরো ৩/৪ জন আহত হয়েছে। কী কারণে এ ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

পরে লাশ উদ্ধারের পর কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
১৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে