কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। তনুর ডিএনএ পরীক্ষার ফলাফল প্রকাশের পর খুনিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তার মা আনোয়ারা বেগম।
কুমিল্লা সেনানিবাসের বাইরে একটি রেস্টুরেন্টে বসে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
আনোয়ারা বেগম বলেন, সিআইডির তদন্তের ওপর তাদের আস্থা রয়েছে। আমি তনু হত্যার দ্রুত বিচার চাই। আমার মেয়ে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। আমার মেয়েকে আর বাড়ি ফিরতে দেয়নি তারা। সরকার, সিআইডি ও দেশবাসীর কাছে আমি তনু হত্যার বিচার চাই।
সংবাদ সম্মেলনে তনুর বাবা ইয়ার হোসেনসহ তাদের একাধিক স্বজন উপস্থিত ছিলেন৷
এর আগে সকালে সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান আনুষ্ঠানিকভাবে তনুর ডিএনএ প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে তনুর কাপড়ে ৩ পুরুষের আলামত পাওয়ার কথা উল্লেখ করা হয়।
চলতি বছর ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা সেনানিবাসের একটি ঝোপ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলাটির তদন্তে নামে প্রথমে পুলিশে এরপর ডিবি। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।
ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় দফা ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
এরপর ৪ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে তনুকে অনৈতিক কাজের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
ড. নাজমুল করিম খান বলেন, বেশকিছু তথ্য-উপাত্ত, মুঠোফোনের এসএমএস ও জিজ্ঞাসাবাদের মধ্যদিয়ে আমরা আসামি শনাক্ত করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছি।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে তনু হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। এ মামলা জনগণের মনকে যথেষ্ট বিচলিত করেছে। জনগণ এটার সুষ্ঠু বিচার চান।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম