কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তার পরিবার।
রোববার এ বিষয়ে গণমাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তনুর বাবা ইয়ার আলী এ কথা বলেন।
তিনি বলেন, প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনকে সমর্থন করতেই দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দেয়া হয়েছে।
তনুর বাবা ইয়ার আলী বলেন, গত ২০ মার্চ আমার মেয়ে তনুকে হত্যার পরদিন কুমিল্লা মেডিকেল কলেজে তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। সেই প্রতিবেদনে তাকে অনৈতিককাজ ও হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি বলেন, আমরা এ প্রতিবেদন প্রত্যাখ্যান করায় তার দ্বিতীয় ময়নাতদন্ত হয়। কিন্তু ৭৮ দিন পর ডা. কামদা প্রসাদের নেতৃত্বে তারা যে দ্বিতীয় প্রতিবেদন দিয়েছেন তাতে আমরা হতাশ।
তনুর বাবা বলেন, এ প্রতিবেদন প্রথম প্রতিবেদনকে সমর্থন করেই লেখা হয়েছে। প্রথমটাতে যা যা আছে এটাতেও তাই। এতে নতুন কিছুই নেই।
এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়নামতি ক্যান্টনমেন্টের পাশের একটি এলাকায় রোববার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হতে সম্মত হয়েছেন তিনি।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম