কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আবার সরব হয়ে উঠছে কুমিল্লা।
আজ মানববন্ধন করেছে তার সহপাঠীরা। বুধবার সকালে কুমিল্লা শিল্পকলা এলাকায় জাস্টিস ফর তনু এ ব্যানারে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও গণজাগরণ মঞ্চের কুমিল্লার কর্মীরা অংশ নেন।
এ সময় মানববন্ধনকারীরা তনু হত্যায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আগামী ২০ জুন তনু হত্যার ৯০ দিন অতিবাহিত হবে। এ সময়ের মধ্যে দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান।
এর আগে তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশ উত্তাল হয়ে উঠেছিল। কিন্তু আদৌ কি তনুর খুনিদের খুঁজে বের করা সম্ভব এমন প্রশ্ন নানাজনের।
তবে তনু হত্যায় যেসব রহস্য বারবার ঘুরেফিরে সামনে আসছে তা লক্ষ্য করলে ফলাফল এখনো শূন্যের কৌটায়। তনুর হত্যার পেছনের রহস্য উদ্ঘাটন করতে আর কতদিন লাগবে এমন প্রশ্ন তার সহপাঠীদের।
কুমিল্লা সেনানিবাসে নিজের পরিবারের সাথে বাস করতেন তনু। ২০ মার্চ রাতে সেনানিবাসের ভেতরে পাওয়া যায় তার লাশ। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা সেনানিবাসে বোর্ডের অফিস সহায়ক পদে কর্মরত।
১৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম