কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিএসটিআইয়ের অনুমোদনহীন অবৈধ কয়েলসহ বিভিন্ন পণ্য বিক্রির দায়ে জেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সবিহীন মশার কয়েল (ব্র্যান্ড- তুলশি পাতা, নিমপাতা, নিম রেড র্যাম্বু, বোরাক ময়নাপাখি, মমতাজ কিং) বিক্রির অপরাধে বেশকিছু প্রতিষ্ঠানকে জরিমানা এবং মামলা দায়ের করা হয়।
বিএসটিআই শাখা অফিস কুমিল্লা এর উদ্যোগে কুমিল্লা জেলার বুড়িচং, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় বিগত ১৪ ও ১৬ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আফরোজা পারভীন এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোল্লার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা কালে কুমিল্লা জেলার বুড়িচং, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার তারেকুল ইসলাম (এনাম স্টোর), মুরাদনগর, বিষ্ণুপদ সাহা (মেসার্স রণী এন্টারপ্রাইজ), মুরাদনগর, মোঃ আব্দুল ওয়াদুদ ( মেসার্স মা পেপার এন্ড স্টেশনারী, ভিআইপি মার্কেট কোম্পানীগঞ্জ বাজার, মোঃ মালেক (মেসার্স তারেক এন্টারপ্রাইজ) কোম্পানীগঞ্জ বাজার, মুরাদনগর, মোঃ আতাউর রহমান জুয়েল( মেসার্স রহমান ট্রেডাসর্), গোমতী বেড়ী বাঁধের উপর, কোম্পানীগঞ্জ বাজার, আব্দুস সালাম ভূঞা( আব্দুস সালাম ভূঞা স্টোর), জাফরগঞ্জ বাজার, দেবিদ্বার, রফিকুল ইসলাম, (তামিম সোপ এন্ড কেমিক্যাল কোং) সুরপুর, নুরমানিকচর, দেবিদ্বার, মোঃ আমান উল্লাহ(রুহুল আমিন সোপ এন্ড কেমিক্যাল কোং) সুরপুর, নুরমানিকচর, দেবিদ্বার, আবু হানিফ (কাসেম স্টোর), কংশনগর বাজার, বুড়িচং, রঞ্জিত চন্দ্র দত্ত (মেসার্স দয়াল ট্রেডার্স), কংশনগর বাজার, বুড়িচং অবৈধ কয়েল সহ পণ্য বিক্রীর দায়ে মামলা হয়েছে।
এছাড়াও উক্ত ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে সুফিয়া কেমিক্যাল কোং, সাদকপুর পীরযাত্রাপুর, বুড়িচং, কুমিল্লা এর স্বত্তাধিকারী মোঃ সেলিম কে টুথ পাউডার (ব্র্যান্ড- পল্লী বিদ্যুত) উৎপাদন, বিক্রয়, বিতরন করার দায়ে ঃ ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ২ হাজার পিছ লেভেল এবং ২শ’ বোতল টুথ পাউডার জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও সুফিয়ান কেমিক্যাল কোং, সাদকপুর পীরযাত্রাপুর, বুড়িচং, কুমিল্লা এর স্বত্তাধিকারী আব্দুল জব্বার কে টুথ পাউডার (ব্র্যান্ড- নিউ বিদ্যুৎ) উৎপাদন, বিক্রয়, বিতরন করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও ১ হাজার পিছ লেভেল এবং ১ হাজার বোতল টুথ পাউডারের বোতল জব্দ করে ধ্বংস করা হয়। এদিকে সুফিয়া কেমিক্যাল কোং, দক্ষিন শ্যামপুর, পীর যাত্রাপুর, বুড়িচং, কুমিল্লার ২ হাজার টুথ পাউডারের বোতল ও ৫শত বোতল টুথ পাউডার জব্দ করে ধ্বংস, দিলসান আইসক্রিম, দিঘলীরচর, বুড়িচং, কুমিল্লার স্বত্তাধিকারী কে আইসক্রিম উৎপাদন, বিক্রয়, বিতরন করার দায়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় ও আনোয়ারা ফিলিং স্টেশন, বুড়িচং কে ওজনের কম অকটন দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
১৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস