সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ১০:০৪:০৬

গুলশান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় সাবেক মন্ত্রীর গাড়িচালক আটক

গুলশান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় সাবেক মন্ত্রীর গাড়িচালক আটক

কুমিল্লা : রাজধানীর গুলশাল হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে কুমিল্লার মুরাদনগর থেকে সাবেক এক মন্ত্রীর গাড়িচালক মো. মিঠু নামে এক যুবককে আটক করেছে ডিএমপি।
 
সোমবার ঢাকা থেকে গিয়ে ডিএমপি ও  ডিবি পুলিশের একটি দল মিঠুকে আটক করে।  মিঠু বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলুর পরিবারের গাড়িচালক বলে জানিয়েছে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে মুরাদনগর উপজেলার শরমান্দা গ্রাম থেকে মিঠুকে আটক করা হয়।  মিঠু ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।  দিনভর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় ঢাকা গোয়েন্দা শাখার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার আগে গুলশান এলাকায়  মিঠু একটি সাদা প্রাইভেট কার নিয়ে ঘুরাফেরা করছিল।  সে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দছ তালুকদার দুলুর পরিবারের গাড়িচালক।

তিনি জানান, সোমবার দুপুরের দিকে ডিএমপির একটি দল মিঠুকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসে। সন্ধ্যা পর্যন্ত থানায় রেখে জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৭টার দিকে মুরাদনগর থেকে তাকে ঢাকার উদেশ্যে রওনা করে।
 
মুরাদনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যানসহ মিঠুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানা থেকে তাকে পুলিশ ঢাকায় নিয়ে যায়।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে