রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৩:৩৭:২২

কুমিল্লায় কবরস্থান নিয়ে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় কবরস্থান নিয়ে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লা : সদর উপজেলায় কবরস্থানের সংস্কার কাজের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় ঘটেছে। সংঘর্ষে রাসেল (২৬) নামের এক যুবক নিহতের ঘটনায় পাল্টা হামলায় প্রতিপক্ষের হানিফ নামের আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হানিফ মারা যান।
 
পুলিশ ও স্থানীরা জানান, বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি কবরস্থানের গাছ কাটা নিয়ে কাউছার ও হানিফদের সঙ্গে একই এলাকার আবদুল মালেকের পরিবারের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৭ টার দিকে দুই পক্ষ সংঘর্ষ-গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত কাতার প্রবাসী রাসেলকে (২৭) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।

এদিকে, রাসেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন প্রতিপক্ষ আবদুস সালামের ছেলে হানিফকে (৩৫) কুপিয়ে মারাত্মক আহত করে। আহত হানিফ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে মৃত্যু হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছে। তবে আবারো সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

৩১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে