শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ১০:০৮:৩৯

মরেও অনার্সে উত্তীর্ণ তনু

 মরেও অনার্সে উত্তীর্ণ তনু

কুমিল্লা : মরেও অনার্সে উত্তীর্ণ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু।  অনার্স (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফল দেখে শুক্রবার রাতে তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।

জানা গেছে, গত ২০ মার্চ রাতে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের কালা ট্যাংকি সংলগ্ন একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়।

মৃত্যুর আগে তনু ভিক্টোরিয়া সরকারি কলেজে ইতিহাস বিভাগে অনার্স প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।  

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথমবর্ষের ফলাফল প্রকাশ করা হয়।  শুক্রবার রাতে তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল জানান, আপা (তনু) অনার্স প্রথমবর্ষের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।  

তিনি জানান, ছয়টি বিষয়ের মধ্যে একটিতে বি+, একটিতে বি, তিনটিতে বি- এবং একটি বিষয়ে সি+ পেয়েছে।  পরীক্ষার ফলাফলে তনু উত্তীর্ণ হলেও আনন্দ নেই পরিবারে।

তনুর বাবা ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগম জানান, তনুর ফলাফল দিয়ে কি হবে? ঘটনার সাড়ে চার মাস অতিবাহিত হলেও এ পর্যন্ত কোনো বিচার পেলাম না।
৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে