লক্ষ্মীপুর : ইউপি মেম্বারকে বিয়ে করার দাবিতে অনশন করছেন এক সন্তানের হিন্দু নারী শিমুল মজুমদার (২২)।
ঘটনাটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালীয়া গ্রামের।
ইউপি সদস্য মো. সবুজকে (২৮) বিয়ে করার দাবিতে সোমবার দুপুর ৩টা থেকে তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন শিমুল মজুমদার। এরপর রাত ৯টার দিকে পুলিশ তাকে তার বাড়িতে রেখে আসে।
অভিযুক্ত সবুজ কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি চর জাঙ্গালীয়া গ্রামের প্রবাসী আবুল কালাম মাঝির ছেলে।
শিমুল মজুমদার একই গ্রামের রুপন্ন মজুমদারের স্ত্রী। গত কয়েক মাস আগে স্ত্রী ও পাঁচ বছর বয়সের এক পুত্র-সন্তানকে রেখে রুপন্ন অন্যত্র চলে যান।
জানা গেছে, স্বামীর অনুপস্থিতিতে ইউপি সদস্য সবুজ বিয়ের প্রলোভন দেখিয়ে শিমুল মজুমদারের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। শনিবার রাতে লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।
রোববার পুলিশ তাদের আদালতে পাঠায়। আদালত শিমুল মজুমদারকে মুক্তি দিয়ে ইউপি সদস্য সবুজকে কারাগারে পাঠায়। পরে সোমবার সবুজও জামিনে মুক্তি পান।
ইউপি সদস্য সবুজের মুক্তির খবর পেয়ে শিমুল মজুমদার তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
এ অবস্থায় সবুজের মা ঘরে তালা দিয়ে আত্মীয় বাড়িতে চলে যান। রাত ৯টার দিকে পুলিশ শিমুল মজুমদারকে তার ভাড়া বাড়িতে রেখে আসে।
শিমুল মজুমদারের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে সবুজ দীর্ঘদিন তার সঙ্গে অনৈতিক কাজ করে আসছিল। বিয়ে করার আশ্বাস দিলেও বিয়ে করছে না।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, শিমুল মজুমদার নামের ওই নারী ভালো নন। প্রতিপক্ষসহ একটি মহল পরিকল্পিতভাবে ওই নারীকে দিয়ে ইউপি সদস্য সবুজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, শিমুল মজুমদার যখন ইউপি সদস্য সবুজের বাড়িতে যায়, তখন ওই বাড়িতে কেউ ছিল না। নিরাপত্তার কথা ভেবে তাকে তার ভাড়া বাড়িতে রেখে আসা হয়।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম