লক্ষ্মীপুর : দীর্ঘ ১৮ বছর পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ও চরগাজী ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রে দুই চেয়ারম্যান এবং দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে।
এসময় ৬ জন গুলিবিদ্ধসহ ২৩ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ৬ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও অন্যদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।
এসময় ৬টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার দুপুর ও বিকেলে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে চররমিজ ইউনিয়নের চরগোসাই ভোট কেন্দ্রে জালভোট দিচ্ছিল ইউপি সদস্য নোমান হোসেনের সমর্থকরা। এ খবর পেয়ে অপর ইউপি সদস্য প্রার্থী জয়নাল আবেদিনের লোকজন নোমান হোসেনের সমর্থকদের ধাওয়া করে।
এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইশবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর