লক্ষ্মীপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন হচ্ছে,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি হচ্ছেন উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করেও উন্নয়নের এ ধারা রোধ করতে পারবে না।
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
১৪ মার্চ মঙ্গলবার লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় জিয়া অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, ১৪ মার্চ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে আসছেন।এনিয়ে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ওই দিন মানুষের ঢল নামবে।
১১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস