মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০১৭, ০৪:১১:২১

ফেসবুক চালানো নিষেধ করাতে ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা!

ফেসবুক চালানো নিষেধ করাতে ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা!

লক্ষ্মীপুর থেকে:  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসক্ত হয়ে পড়ালেখায় মনোযোগ নেই। বিদ্যালয় ফাঁকি দিয়েও ফেসবুক ব্যবহারে মগ্ন থাকা হয়। এজন্য বাবা কয়েকবার ফেসবুক চালানো নিষেধও করেছেন। তাতেও ছেলেকে ফেরানো যাচ্ছে না।

ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়েই তিনি ছেলেকে বকা দেন। আর এতেই অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্কুলছাত্র ইয়াছিন হোসেন (১২)। আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া উত্তর কেরোয়া গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনাটি ঘটে।  

নিহত ইয়াছিন কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং একই এলাকার কৃষক আবদুল মান্নানের ছেলে।

কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমি স্কুলছাত্রের বাড়িতে গিয়েছি। ছেলেটি বিদ্যালয়ে না গিয়ে ফেসবুক ব্যবহার করায় তার বাবা বকুনি দিয়েছে। এজন্য সে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ফেসবুক ব্যবহার না করতে কয়েকবার নিষেধ করলেও সে শুনেনি বলেও পরিবারের লোকজন আমাকে জানিয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ শরীফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেছে। এ বিষয়ে কারো অভিযোগ না থাকায় মানবিক কারণে মরদেহটি দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।  
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে