নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে বিয়ের রাতে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আমির হোসেন হেজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ তেরোবেকী এলাকার রহমতখালী খালে ডুবে তার মৃত্যু হয়।
নিহত আমির হোসেন তেরোবেকী এলাকার আবদুল মিয়ার ছেলে। ওইদিন দুপুরে পাশ্ববর্তী টুমচর গ্রামে তিনি বিয়ে করে বউ ঘরে তোলেন।
আমির হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাইয়ের মৃগী রোগ ছিল। রাতে বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। রাতে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে তার লাশ ভাসতে দেখলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তা উদ্ধার করে।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস