লক্ষ্মীপুর থেকে : উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় লক্ষ্মীপুর জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক হোমায়রা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে এতে জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মেদ, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা বোরহান উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তফা ও তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হোমায়রা বেগম জানান, ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় প্রশাসনের পক্ষ হতে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সতর্ক সঙ্কেত জানিয়ে উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে।
লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিতে জেলার মেঘনা উপকূলীয় উপজেলা রামগতি ও কমলনগরসহ জেলার বিভিন্ন স্থানে ১০২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে খোলা হয়েছে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ।
২৯ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস