নিউজ ডেস্ক : গতকাল সোমবার লক্ষ্মীপুরে নামাজের সময় দোকানপাট বন্ধের নির্দেশে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টির পর মেয়র আবু তাহেরকে জেলাপ্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আবু তাহের ৩ দফায় মেয়র নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ আওয়ামী লীগের টিকিটে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। এ প্রসঙ্গে মেয়র জানিয়েছেন তিনি স্থানীয় এক মসজিদের কমিটিতে রয়েছে এবং ওই কমিটি এধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে বিবিসি বাংলার তরফ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব না হওয়ায় মেয়রের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় জেলা প্রশাসক হোমায়রা বেগম মেয়রকে এজন্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।
গতকাল সোমবার নামাজের সময় অবশ্য অধিকাংশ দোকানপাট খোলা ছিল। ব্যবসায়ীরা এধরনের ঘোষণায় কিছুটা দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন এবং তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, এমনিতে ব্যবসার অবস্থা খারাপ তারপর দোকানপাট বন্ধ রাখতে এধরনের ঘোষণা দেওয়া হলে তা নেতিবাচক বলেই মনে হচ্ছে।
বিবিসি বাংলাকে প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, মেয়রের এধরনের নির্দেশ দেওয়ার এখতিয়ার নেই। এটি প্রশাসনের ব্যাপার। প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বিষয়টি নিয়ে কথা বলব। এছাড়া মেয়র আবু তাহেরের কাছেও বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করবেন কেনো তিনি এধরনের নির্দেশ দিয়েছেন। উপদেষ্টা জানান, বৃহত্তর নোয়াখালীর বিষয়টি দলীয়ভাবে দেখভাল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনিও মেয়র আবু তাহেরের সঙ্গে কথা বলবেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস