শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ১১:০৬:৪২

যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০

যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন।

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

সংঘর্ষের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুসহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আহতদের মধ্যে যুবলীগের ফয়সাল, রাসেল, রণজিত, তাজু এবং ছাত্রলীগের সজিব, শাকিল, রাকিব ও শুভ’র  নাম জানা গেছে।

স্থানীয়রা জানান, আগামী ২৯ নভেম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করে সদর উপজেলা আওয়ামী লীগ। এই সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণমিলনায়তনে দলের প্রস্তুতি সভার আহ্বান করা হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী উপস্থিত হলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।

এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে দুইপক্ষের ১০ নেতাকর্মী আহত হন। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে