সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ১১:৫০:২৭

প্রেম নিয়ে ছাত্রলীগে মারামারি

প্রেম নিয়ে ছাত্রলীগে মারামারি

নিউজ ডেস্ক: প্রেম নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারি) কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগরের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান এগিয়ে গেলে ঘটনাস্থল থেকে সবাই পালিয়ে যায়।

এ ঘটনায় তারেক (১৭), ইমন (১৭) ও জুবায়েরসহ (১৭) পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তারা সবাই সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। খবর পেয়ে সদর থানা ও শহর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, রোববার (৭ জানুয়ারি) প্রেমসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। পরে কলেজ সভাপতি এসে ঘটনাটি মীমাংসা করে দেয়। এর জের ধরে সোমবার সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ফের দু’গ্রুপের মধ্যে কলেজের মূল ফটকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে তারেক ও ইমনের মাথায় জখম রয়েছে এবং জুবায়েরের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন কবির সাগর বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে কলেজছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল এসে কাউকে দেখতে পাইনি। তবে এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মী জড়িত নয় বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান বলেন, কলেজের মূল ফটকে মারামারির ঘটনা দেখতে পেয়ে আমিসহ অন্যান্য শিক্ষক সেখানে ছুটে যাই। আমাদের দেখতে পেয়ে সবাই পালিয়ে যায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হবে।-জাগো নিউজ
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে