বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৫১:০৩

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ-বিএনপি ব্যাপক সংঘর্ষ, এ্যানির বাস ভবনে হামলা

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ-বিএনপি ব্যাপক সংঘর্ষ, এ্যানির বাস ভবনে হামলা

নিউজ ডেস্ক : খালেদা জিয়ার রায়ের পর লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শহরের গোডাউন রোডে এ ঘটনা ঘটে।
 
এ সময় লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাস ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খালেদা জিয়ার রায় ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিএনপির মিছিলটি যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিলের মুখোমুখি হলে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আনিস কবির, সাংবাদিক রুবেল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, শাহীন, মুকুল, আমির হোসেন, পরান, যুবলীগ কর্মী সাইফ উদ্দিন আপলু, মিঠু ও সজিবসহ ১৫ জন আহত হন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে