লক্ষ্মীপুর থেকে: আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান বলেছেন, আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে রামগঞ্জ আসনটি শেখ হাসিনাকে উপহার দেব। এতে উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই ধারা অব্যহত রাখতে হলে সারাদেশে নৌকার বিজয়ের বিকল্প নেই। আর উন্নয়নের স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগণকে দলমত ভুলে যেতে হবে।
বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুল প্রাঙ্গনে আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও কাউন্সিলর আবদুল হান্নান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আকম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, বিআরডিবি নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুঁইয়া, করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পান্না, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভুঁইয়া, ইছাপুর ইউপি চেয়ারম্যান সহিদ উল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতের রহমান, সহকারি শিক্ষা অফিসার মাকসুদ আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান ৩১ শিক্ষার্থীকে ক্রেষ্ট ও এক হাজার টাকা করে প্রদান করেন। এছাড়া তিনি আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিরামপুর উচ্চ বিদ্যালয় ও আঙ্গারপাড়া জামে মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য নিজ তহবিল থেকে আলাদাভাবে অনুদান দেয়ারও আশ্বাস দেন।
এমটি নিউজ/এপি/ডিসি