বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫২:২৯

বিএনপি থেকে পদত্যাগের আসল কারণ জানালেন মেজর (অব.) মান্নান

বিএনপি থেকে পদত্যাগের আসল কারণ জানালেন মেজর (অব.) মান্নান

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর-৪ আসনের মহাজোটের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, আমি বিএনপি সরকারের সংসদ সদস্য ছিলাম। ২০০৪ সালে আমি বিএনপি থেকে পদত্যাগ করি। পদত্যাগ করার কয়েকটির মধ্যে দুর্নীতিই ছিল আসল কারণ। বিএনপি সরকারের দুর্নীতির কারণেই আমি সংসদ থেকে পদত্যাগ করেছিলাম।

আজ বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় বিকল্পধারার এই মহাসচিব এসব কথা বলেন।

তিনি আরেও বলেন, নির্বাচনে বিজয়ী হলে রামগতি ও কমলনগরের নদী ভাঙনরোধে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ এলাকার অস্বচ্ছল পরিবারগুলোর তালিকা করে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। কৃষিজীবীদের জন্য সার ও বীজের সহজ প্রাপ্তিকরণ, মৎস্যজীবীদের জন্য মৎস্য সংরক্ষণ ও বিপণনকেন্দ্র স্থাপন করা হবে।

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু ও রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে