শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ১০:০৫:২৭

প্রেমের টানে লক্ষ্মীপুরে ছুটে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতালির তরুণী, নতুন নাম খাদিজা

প্রেমের টানে লক্ষ্মীপুরে ছুটে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতালির তরুণী, নতুন নাম খাদিজা

লক্ষ্মীপুর: গত বছর প্রেমের টানে আমেরিকার এক তরুণী লক্ষ্মীপুরে ছুটে এসেছিলেন। এবার লক্ষ্মীপুরের এক যুবকের প্রেমে সাড়া দিয়ে ইতালি থেকে ছুটে আসলেন এক তরুণী (১৯)। ওই তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম রাখা হয়েছে খাদিজা বেগম। প্রেমিক ইকবাল হোসেনকে (২৭) বিয়ে করে ভালোবাসার ঘর বেঁধেছেন খাদিজা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা প্রেমিক ইকবাল ও খাদিজার ইসলামি রীতিতে বিয়ে হয়। রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে তাদের বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে খাদিজাকে দেখতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে ইকবালের বাড়িতে। সন্ধ্যায় এই দম্পতি মধু চন্দ্রিমার উদ্দেশ্যে বাড়ি থেকে কক্সবাজার রওয়ানা হন। সেখান থেকে তারা মধু চন্দ্রিমার জন্য মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে।

ইকবাল উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ওসমান আলী পাটোয়ারী বাড়ির আক্তার হোসেনের ছেলে। ইকবালের মোবাইল ফোন বন্ধ থাকায় ওই তরুণীর আগের নাম জানা সম্ভব হয়নি। ইকবালের বাবাও পুত্রবধূর আগের নাম জানাতে পারেননি।

ইকবালের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে ইকবাল ইতালিতে গিয়ে ওই তরুণীদের একটি কোম্পানিতে চাকরি করেন। সে সুবাদে তার সঙ্গে ইকবালের পরিচয় ও প্রেম হয়। এরপর প্রায় ২ বছর আগে ইকবাল বাংলাদেশে চলে আসেন। পরে ওই তরুণী মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক অব্যাহত রাখেন। এদিকে কাগজপত্রের কিছু সমস্যার কারণে ইকবাল ফের ইতালিতে যেতে পারছিলেন না। তাই বৃহস্পতিবার রাতে ওই তরুণী রায়পুরে ইকবালের গ্রামের বাড়িতে আসলে ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের দুজনের বিয়ে দেয়া হয়। এর আগে ওই তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করে খাদিজা আক্তার নাম গ্রহণ করেন। ভাষাগত কিছু সমস্যা থাকলেও বাঙালি নারীর মতোই স্বাভাবিকভাবে সব কাজ করছেন খাদিজা। পরছেন বাঙালি পোশাকও।

শ্বশুরবাড়িতে ইকবালের সঙ্গে প্রেম, বিয়ে ও বাংলাদেশ সম্পর্কে খাদিজা তার অনুভূতি জানান। তার ভাষায়, বাংলাদেশের সংস্কৃতি ও পরিবেশ তার অনেক ভালো লেগেছে। ইকবালকে তিনি অনেক ভালোবাসেন। তার জন্যই বাংলাদেশে আসা। তারা দুজন আজই (শুক্রবার) মধু চন্দ্রিমায় কক্সবাজার ও মালয়েশিয়া যাবেন। এজন্য তিনি সবার কাছে দোয়া চান।

ছেলে-পুত্রবধূর জন্য ইকবালের বাবা আক্তার হোসেনও দোয়া চেয়েছেন। তিনি বলেন, ছেলের বউ দেখে আমরা আনন্দিত। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, প্রেমের টানে ইতালির তরুণী রায়পুরে এসেছে। উভয়ের পরিবার প্রেমের সম্পর্কটি মেনে নেয়ায় তাদের বিয়ে দেয়া হয়েছে। ইকবালের বাবা-মা সকল রীতি মেনে বউকে বরণ করে নিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে