লক্ষ্মীপুর থেকে : করোনা ভাইরাস প্রতিরো'ধে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হাজারো মুসল্লির উপস্থিতিতে খ'তমে শেফা, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে দুই হাত তুলে 'আল্লাহর কাছে ক্ষমা চেয়ে' মুসল্লিদের বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
এ সময় আমিন আমিন শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বুধবার সকালে উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে খ'তমে শেফা, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া মাদ্রাসা, ঈদগাহ প্রাঙ্গণ ও হায়দরগঞ্জ বাজারে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব ও আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরি আল মাদানি এ দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা।