রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরের রাখালিয়া গ্রামে এক বাড়ির ১৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। উপজেলার প্রথম করোনা আক্রা'ন্ত কিশোরের (১৪) সংস্পর্শে ছিলেন এরা। এ নিয়ে এখন পর্যন্ত রায়পুরে আক্রা'ন্তের সংখ্যা ১৮ জন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ পুরো বাড়িটি লকডাউন করে দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৪ মে ওই কিশোরের করোনা পজেটিভ আসে। বুধবার রাতে তার বাড়ির ১২ জন ও বৃহস্পতিবার রাতে ২ জনের পজেটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় সংস্পর্শে আসা আত্মীয়-স্বজন ও চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ইতোমধ্যে ১৪ জনের পজেটিভ আসে। আক্রা'ন্তদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত করোনা পজেটিভ ৮০জন। মোট নমুনা সংগ্রহ ১৮২০, প্রাপ্ত রেজাল্ট ১৫২৭। এদের মধ্যে সদরে ২৫, রামগঞ্জে ১৯, কমলনগর ৮, রামগতি ১০, রায়পুর ১৮জন আক্রা'ন্ত। ইতোমধ্যে ২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে রামগঞ্জে ২৪ জন, সদরে ১২, কমলনগরে ৩ ও রায়পুরে ১জন।