সোমবার, ০৬ ডিসেম্বর, ২০২১, ০৫:২২:২৪

১০০ টাকায় মেয়ের পুলিশে চাকরি, আবেগাপ্লুত হয়ে কাঁদলেন কৃষক বাবা

১০০ টাকায় মেয়ের পুলিশে চাকরি, আবেগাপ্লুত হয়ে কাঁদলেন কৃষক বাবা

ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হয়ে দেশের সেবা করবেন তমা রানী দেবনাথ। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নে বাঁধা হয়ে দাঁড়ায় দারিদ্র্যতা। কারণ, তার বাবা কৃষ্ণ লাল দেবনাথ একজন কৃষক।

তার স্বপ্নের কথা শুনে পরিচিতজনরা বলতেন, পুলিশে চাকরি পাওয়া অত সহজ না। তোমার যতই যোগ্যতা কিংবা মেধা থাকুক, বড় অঙ্কের টাকা ছাড়া চাকরি হবে না। পুলিশে চাকরি করতে হলে বাড়িঘর বিক্রি করতে হবে।

কিন্তু সেসব কথা আজ মিথ্যা প্রমাণিত হলো। মাত্র ১০০ টাকায় তার চাকরি হয়েছে বাংলাদেশ পুলিশে। এমন স্বপ্ন পূরণে আবেগে আপ্লুত সে। এ জন্য লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানকে ধন্যবাদ জানায় তমা।

ধন্যবাদ জানাতে ভুল করেননি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এবং নিজের দরিদ্র বাবা-মাকেও। এ সময় পাশের থাকা বাবাকে জড়িয়ে ধরে গর্ব করে বলেন, আমার বাবার জন্যেই আজ আমি পুলিশে নিয়োগ পেলাম। মেয়ের এমন অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক বাবা কৃষ্ণ লাল দেবনাথ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে