সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ০৬:৫৫:৩৩

অপমান সহ্য করতে না পেরে ভুল পথ বেছে নিলেন আ. লীগ নেতা

অপমান সহ্য করতে না পেরে ভুল পথ বেছে নিলেন আ. লীগ নেতা

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে ঋণের দায়ে জর্জরিত হয়ে সানা উল্যাহ (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী গ্রামের কাজী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সানা উল্যাহ উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী গ্রামের কাজী বাড়ির মৃত আবদুল হক কাজীর ছেলে। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

বাড়ির পাশে চা দোকান করে সংসার চালাতেন তিনি। তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

সানা উল্যার বড় ভাই আনসার উল্যা ও ছেলে হৃদয় জানান, সানা উল্যাহ আশা, টিএমএস, পল্লী মঙ্গল ও রিক নামে চারটি এনজিও সংস্থা থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিয়েছেন। অভাবের কারণে তিনি ঠিকমতো ঋণের টাকা পরিশোধ করতে পারতেন না।

প্রায় সময় এনজিওর মাঠ কর্মীরা বাড়িতে এসে টাকার জন্য বসে থাকতেন। কোনো কোনো এনজিও কর্মী গভীর রাত পর্যন্ত বাড়িতে অবস্থান নিতেন এবং অপমানজনক কথা বলতেন।

তিনি আরো জানান, গতকাল রবিবার রাত ১২টা পর্যন্ত আশা এবং পল্লী মঙ্গলের দুই কর্মী টাকার জন্য বাড়িতে অবস্থান নেন। যাওয়ার সময় তারা ঘরের বেড়া খুলে নিয়ে যাবার হুমকি দেন।

এতে সানা উল্যাহ অপমান বোধ করেন। পরে আজ সকালে তার ঝু'ল'ন্ত মৃ'তদেহ পাওয়া যায়। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এবং অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, বাড়ির পুকুর পাড় থেকে সানা উল্যাহর ঝু'লন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে