শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ০৯:১৪:৫১

১৪০ কেজির বিরাট হাউস মাছ জেলের জালে

 ১৪০ কেজির বিরাট হাউস মাছ জেলের জালে

এমটিনিউজ২৪ ডেস্ক : রামগতিতে জেলেদের জালে সাড়ে তিন মণ (১৪০ কেজি) ওজনের একটি হাউস মাছ ধরা পড়েছে। মাছটি কেজি দরে বিক্রি করছেন এক ব্যবসায়ী। প্রতিকেজি মাছ ৫০০ টাকায় বিক্রি করা হয়। মাছটি দেখতে বাজারে উৎসুক জনতা ভিড় জমান।

শুক্রবার সকালে রামগতি পৌরসভার বুড়া কর্তার আশ্রম বাজার এলাকায় মাছটি বিক্রির জন্য কাটা হয়। এসময় চারপাশে উৎসুক জনতা বিশাল এ হাউস মাছ কাটা উপভোগ করেন। 

স্থানীয় বাসিন্দা মাসুদ সুমন জানান, মাছ ব্যবসায়ী মো. শাহজাহান হাউসটি চরগজারিয়া এলাকার টাংকি মাছঘাট এলাকা থেকে কিনে আনেন। পরে মাছটি কেটে কেজি দরে বিক্রি করেন। মাছটির ওজন প্রায় সাড়ে তিন মণ। প্রতি কেজি মাছ ৫০০ টাকায় বিক্রি করছেন তিনি।

মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, টাংকিঘাট থেকে বঙ্গোপসাগর খুব কাছে। বঙ্গোপসাগরের কাছাকাছি মেঘনা নদীতে জেলেদের জালে হাউস মাছটি ধরা পড়ে। এটি স্থানীয়ভাবে শাপলা মাছ হিসাবে পরিচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে