শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ০৬:৩৯:০১

বন্যায় দুই লাখ গবাদিপশু মারা গেছে লক্ষ্মীপুরে

বন্যায় দুই লাখ গবাদিপশু মারা গেছে লক্ষ্মীপুরে

এমটিনিউজ২৪ ডেস্ক : ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরে দুই লাখ গবাদিপশু মারা গেছে। গত ১৫ দিনে জেলার বিভিন্নস্থানে এসব পশু মারা যায়। এতে খামারিসহ গৃহস্থদের মাথায় হাত পড়ছে। সরকারি হিসেবে ৮ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৫০০ টাকার ক্ষয়ক্ষতি বলা হচ্ছে।

তবে বেসরকারি সূত্র বলছে, এর পরিমাণ অন্তত ১১ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, অতিরিক্ত পানির কারণে লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে খামার ও গৃহস্থের এক লাখ ৫৯ হাজার ১০টি মোরগ-মুরগি মারা গেছে।

এ ছাড়া ৩৫ গরু, ১৭৫ ছাগল, ৯৭৫ হাঁস, ১৭ ভেড়া এবং একটি মহিষ মারা গেছে। সরকারি হিসাবে মোট এক লাখ ৬০ হাজার ১৭৭ গবাদিপশু মারা যাওয়া তথ্য পাওয়া যায়। তবে বেসরকারি একাধিক সূত্র বলছে, এ সংখ্যা দুই লাখের কম নয়।

লক্ষ্মীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কুমুদ রঞ্জন মিত্র গণমাধ্যমকে বলেন, লক্ষ্মীপুরে ৩০৩টি গবাদিপশুর খামার রয়েছে। বন্যা-জলাবদ্ধতার কারণে অনেক পশু মারা গিয়ে ক্ষতি হয়েছে। এ থেকে উত্তরণে মাঠ পর্যায়ে আমাদের লোকজন কাজ করছেন। এখনও পাঁচ লাখ ১১ হাজার ১১০ হাজার গবাদিপশু বন্যাকবলিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে