মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৭:২৬

আ.লীগের চেয়ারম্যান প্রার্থী শ্রমিক দল নেতা!

আ.লীগের চেয়ারম্যান প্রার্থী শ্রমিক দল নেতা!

লক্ষ্মীপুর : চরফলকন ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শ্রমিক দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে নির্ধারণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর হাজিরহাট বাজারে চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।  

এর আগে আজ দুপুরে চরফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হারুনুর রশিদকে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের তৃণমূল মনোনয়ন বোর্ড কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে প্রস্তাব করে।

এতে হাজিরহাট মধ্যবাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।  

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জামাল হোসেন বাঘা, ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মফিজুল ইসলাম বাঘা, নুরনবী বাঘা, ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হানিফ মেম্বার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফলকন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আকবর স্বপন, ফলকন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম ও ফলকন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর ব্যবসায়িক বন্ধু হওয়ার সুবাধে মনোনয়ন বোর্ডের সদস্যদের চাপ প্রয়োগ করে ফলকন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশিদকে একক প্রার্থী নির্ধারণ করা হয়।  

তারা বলেন, শ্রমিক দল নেতা হাজী হারুনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া খুবই দুঃখজনক।  এ বিষয়ে মনোনয়ন বোর্ডের প্রধান দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
 
উল্লেখ্য, হারুনুর রশিদ তিন মাস আগে শ্রমিক দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে