লক্ষ্মীপুর : জীবিত থাকতেই তাদের মৃত্যুর তালিকায় রেখেছেন স্থানীয় নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা। নির্বাচন করার জন্য ভোটার তালিকায় খোঁজ নিয়ে দেখেন, মৃত্যুর তালিকায় তারা। তাই ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে।
ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম, মো. আজাদ ও কবির হোসেন এবার ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কিন্তু মনোনয়নপত্র পূরণ করার সময় ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাননি তারা।
বিষয়টি উপজেলা নির্বাচন কার্যালয়ে জানালে পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানানো হয়, ‘মৃত’ ভেবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। ভোটার তালিকায় ‘জীবিত’ হতে তিনজনই এখন আবেদন করেছেন।
এই তিন ইউপি সদস্য প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে ভোটার তালিকা থেকে তাদের বাদ দেয়া হয়েছে। মোট ১১ জন জীবিত ব্যক্তির নাম এভাবে মৃত ভেবে বাদ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ইউপি সদস্য প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম আজ রোববার সাংবাদিকদের বলেন, তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করার জন্য ফরম সংগ্রহ করি। ফরম পূরণের সময় ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে যাই। নির্বাচন কর্মকর্তা তালিকায় খুঁজে দেখেন, ভোটার তালিকা থেকে আমার নাম কর্তন করা হয়েছে। পুনরায় নাম নিবন্ধনের জন্য নির্বাচন কর্মকর্তা আবেদন করতে বললে লিখিত আবেদন করি।
একইভাবে ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজসহ মোট ১১ জনের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে বলে জানান মো. শাহ আলম।
আবদুল আজিজ বলেন, ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারে এমন ১১ জনের নাম ভোটার তালিকা থেকে ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে মৃত বলে কর্তন করা হয়েছে। তথ্য সংগ্রহকারীকে দিয়ে কেউ তাদের নাম তালিকা থেকে কর্তন করার ব্যবস্থা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
কমলনগর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির মাহমুদ বলেন, ভোটার তালিকা থেকে নাম কর্তন হওয়ায় চারজন আবেদন করেছেন। তাদের মধ্যে তিনজন মেম্বার (ইউপি সদস্য) প্রার্থী। কেন তাদের নাম ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে জানতে চাইলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম দফায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ চার ইউনিয়নের মধ্যে তোরাবগঞ্জ ইউনিয়নও রয়েছে।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম