শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৫১:৩৯

গৃহকর্মী নির্যাতন, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

গৃহকর্মী নির্যাতন, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর গৃহকর্মী নির্যাতনের অভিযোগে কামরুল হাসান রুবেল (৪২) নামে স্বেচ্ছাসেবকলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারিহা আক্তার পারুলের স্বামী।

শুক্রবার সকালে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, কামরুল হাসান রুবেলের বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করতেন মহেশখালী গ্রামের মানিকের স্ত্রী জোছনা বেগম। গত বুধবার রাতে রুবেল তার ঘরে বন্ধুদের নিয়ে (প্রকাশের অযোগ্য) আড্ডা বসায়। ওই সময় (প্রকাশের অযোগ্য) শেষ হয়ে গেলে গৃহকর্মী জোছনা বেগমের ছেলে অটোরিকশা চালক জসিম উদ্দিনকে (প্রকাশের অযোগ্য) আনতে বলেন রুবেল। জসিম রাজী না হয়ে অন্যত্র চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল তার সহযোগিদের নিয়ে জোছনা বেগম ও তার মেয়ে মিনুকে ব্যাপক মারধর করে।

পরে পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে রুবেলের বাড়ি থেকে গৃহকর্মী ও তার মেয়েকে উদ্ধার করে। ঘটনার সময় রুবেলের স্ত্রী (উপজেলা ভাইস চেয়ারম্যান) তার বাবার বাড়িতে ছিলেন।

 নির্যাতনের শিকার জোছনা বেগম বাদী হয়ে ওইদিন রাতে ৩ জনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে প্রধান আসামী রুবেলকে গ্রেফতার করে পুলিশ।

লক্ষীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, ভোরে অভিযান চালিয়ে গৃহকর্মী নির্যাতন মামলার প্রধান আসামী কামরুল হাসান রুবেলকে গ্রেফতার হয়। অপর দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
২৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে