শুক্রবার, ১৬ মে, ২০২৫, ০১:৫৫:৫৭

নানার বাড়িতে বেড়াতে এসে দুই খালাতো ভাইয়ের করুণ মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে দুই খালাতো ভাইয়ের করুণ মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিহাদ হোসেন ও নাজিম হোসেন নামে দুই শিশু মারা গেছে। তারা আপন খালাতো ভাই। তাদের বয়স সাড়ে ৩ বছর। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম বাঞ্চানগর এলাকার মহিন হোসেনের ছেলে ও জিহাদ রায়পুরের মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। জিহাদ বাঞ্চানগর এলাকায় নানার বাড়ি বেড়াতে এসেছিল।

পরিবারিক সূত্র জানায়, নাজিম ও জিহাদ উঠানে খেলা করছিল। সবার অগোচরে তারা পুকুরের পানিতে ডুবে যায়। তাদের উঠানে না দেখে সবাই খোঁজাখুঁজি করে। একপর্যায়ে দুজনের দেহ পানিতে ভেসে উঠে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুদের মামা রিয়াদ হোসেন বলেন, জিহাদ বেড়াতে এসেছিল। নাজিম ও জিহাদের বয়স একই। তারা একসঙ্গে খেলাধুলা করছিল। এরমধ্যেই তারা পানিতে ডুবে মারা গেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুরা মারা গেছে। তাদের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে