মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৫:১৪

এক নারীর দুই স্বামী নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি

এক নারীর দুই স্বামী নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি

এমটিনিউজ২৪ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে এক নারীর দুই স্বামী নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল্লার সমাজ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ওই এলাকার সালমা বেগম (২৩) নামের এক নারীর প্রথম বিয়ে হয় একই এলাকার মো. সিদ্দিকের সঙ্গে। ওই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে।

তবে মাস দুয়েক আগে তিনি আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করে একই এলাকার সাহাব উদ্দীনের ছেলে মো. কাজলকে বিয়ে করেন। কাজলের আগের সংসারে স্ত্রীসহ দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।

 সালমা ওই এলাকার আবদুল মালেকের মেয়ে। বর্তমানে তার স্বামীর সংখ্যা দাঁড়িয়েছে দুজন। একজন মো. ছিদ্দিক এবং অন্যজন মো. কাজল।

চরগাজী ইউনিয়নের নুরুল্লার সমাজ এলাকার অন্তত ১০ জন এ প্রতিবেদককে জানান, কাজল সাবেক ইউপি চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চুর নাম বিক্রি করে এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। কথায় কথায় সাধারণ মানুষের গায়ে হাত তোলা, গালাগাল, মাদকাসক্তসহ নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়িয়ে প্রেমের ফাঁদে ফেলেন। তার আচার-আচরণ ও কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন কাজল।

ছিদ্দিকের দাবি, কাজলের স্ত্রী, ছেলে ও মেয়ে থাকা সত্ত্বেও তিনি তার স্ত্রী সালমাকে ভাগিয়ে নিয়ে করেছেন। এদিকে কাজলের দাবি, সালমার আগের স্বামী ছিদ্দিক তার কোনো খবর না নেওয়ায় তিনি তাকে বিয়ে করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাছির উদ্দীন জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে