এমটিনিউজ২৪ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে এক জেলের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি পরে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল ব্যাপারীর আড়তে মাছটি নিলাম উঠানো হয়।
সর্বোচ্চ দামে সেটি কিনে নেন অজি উল্যাহ ব্যাপারী একজন মৎস্য ব্যবসায়ী। এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে ইলিশ মাছটি ধরা পড়ে।
মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০জন জেলে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে অন্যান্য ইলিশের সাথে একটি বড় ইলিশটি উঠে আসে। পরে মাছটি আড়তে নিয়ে আসলে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়।
আড়তদার হেলাল ব্যাপারী জানান, জেলে মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশসহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসে। এরমধ্যে একটি বড় ইলিশের মূল্য ১০ হাজার টাকা দাম উঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ ব্যাপারী। ইলিশের এমন দাম আমরা এর আগে দেখিনি। আমাদের ঘাটে এ প্রথম এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি হল। এতো বড় আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।
ব্যবসায়ী অজি উল্যাহ ব্যাপারী বলেন, বড় ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছি। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে। সেখানে পাঠানো হবে। আশা করছি সেখানে ১৪ থেকে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারবো।