রায়পুরে জেলেদের পরিচয়পত্র প্রদান
আরাফাতুর রহমান, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনাপাড়ের জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (০৬ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের সভাপতিত্বে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আলোকুজ্জামান ও রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মহিব উল্যাহ ও রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।
রায়পুর উপজেলার উপকূলীয় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধনকৃত ৫ হাজার ৩৫৪ জন জেলেকে এ পরিচয়পত্র প্রদান করা হয়।
৭ মে, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস